সড়ক দুর্ঘটনা ও পথে পথে ইভটিজিং প্রতিরোধে এবার মাঠে নামলেন মেহেরপুরের ট্রাফিক পুলিশ। শহরের মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের উদ্যোগে চলছে অভিযান।
আজ শনিবার (১১ জুন) দুপুরের দিকে মেহেরপুর শহরের সকারী মহিলা কলেজের সামনে এবং সরককারী বালিকা বিদ্যালয়ের সামনে এই অভিযান চালান তারা।
মেহেরপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট আল-আমিন হোসেনের নেতৃত্বে একটি টীম এ অভিযানে অংশ নেন। মোটরসাইকেল নিয়ে অযাথা ঘুরাঘুরি করা ও বৈধ কাগজপত্র না থাকায় এবং কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়া একটি মোটরসাইকেলের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন টিএসআই মোকাররম হোসেনসহ ট্রাফিক পুলিশের একটি টীম।
এ ধরনের অভিযান প্রতিদিনই চলবে জানান মেহেরপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট আল-আমিন হোসেন। তিনি জানান, সড়ক দূর্ঘটনা রোধে এবং ইভটিজিং কমাতেই এ ধরনের কর্মসূচী নেওয়া হয়েছে।