আসন্ন স্থানীয় পৌর ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বিষয়ে দায়ীত্ব পালন উপলক্ষে আইসিটি শিক্ষকদেরকে “ট্রাবল শুটিং” বিষয়ে তিনদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর নির্বাচন অফিসের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন মেহেরপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনছার।
নির্বাচনে দায়ীত্ব পালন উপলক্ষে জেলার বিভিন্ন বিদ্যালয়ের ৭৫ আইসিটি শিক্ষকদের মাঝে পর্যায়ক্রমে তিনদিন ব্যাপি এ প্রশিক্ষণ দেওয়া হয়।
এসব প্রশিক্ষিত শিক্ষকরা ইভিএম পদ্ধতি নির্বাচন চলাকালিন সময়ে প্রয়োগ করবেন।
উপস্থিত রয়েছেন, চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা ও মেহেরপুর পৌরসভা নির্বাচন পরিচালনার দায়িত্ব নিয়োজিত রিটার্নিং অফিসার তারেক আহমেদ, মেহেরপুর সদর উপজেলা নির্বাচন অফিসার দোলন কান্তি চক্রবর্তী, গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবদুল আজিজ, মুজিবনগর উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান প্রমুখ।
আগামী ১৫ জুন মেহেরপুর পৌর সভা ও সদর উপজেলার আমঝুপি বারাদী, পিরোজপুর ও শ্যামপুর ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হবে।