ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে আওতাধীন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সপ্তম পর্যায়ে প্রকল্প ও দারুল আরকাম ইফতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্পের পাঠ্য পুস্তক ২০২৪ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ১ জানুয়ারি জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে পাঠ্য পুস্তক ২০২৪ উৎসব অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জি এম সিরাজুম মূনীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ আব্বাস উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আবু রায়হান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেনার মাওলানা মোঃ আব্দুল হামিদ।
উক্ত অনুষ্ঠানে মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ১৩৩০ সেট বই বিতরণ করা হয়েছে।