মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর-রঘুনাথপুর মাঠ থেকে উদ্ধারকৃত নারীর নাম মালেকা বেগম (৫৫) বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ।
সে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা আজমপুর গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী।
লাশের পাশে থাকা ব্যাগে থেকে উদ্ধারকৃত মোবাইল নং ধরে কল করে তার পরিচয় উদ্ধার করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
ওসি রফিকুল ইসলাম বলেন, মোবাইল ফোনে তার পারিবারের লোকজন জানিয়েছেন, কয়েকদিন আগে পারিবারিক কলহের জের ধরে মালেকা বেগম চলে এসেছে।তারপরেও পরিবারের লোকজন এসে সনাক্ত না করা পর্যন্ত বিষয়টি পরিস্কার করা যাবেনা।