বৃহস্পতিবার সকালে মেহেরপুরে পরীক্ষা কেন্দ্র গুলোতে এইচএসসি ও আলিম সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা পরিচালনা করা হয়।
মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাওয়া তথ্যমতে বিভিন্ন কেন্দ্র হতে এই বছরে এইচএসসি পরীক্ষার্থী ৪৮৩৮ জন অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের নাম মেহেরপুর সরকারি মহিলা কলেজ ৭০৯ জন, ছহিউদ্দিন ডিগ্রী কলেজ ৫২৭ জন, এ আর বি কলেজ মেহেরপুর ২১০ জন, যাদুখালী স্কুল ও কলেজ মেহেরপুর ১৭২ জন, মেহেরপুর সরকারি কলেজ ৫২৮ জন, কুতুবপুর স্কুল ও কলেজ গাংনী ৬৩ জন, গাংনী মহিলা ডিগ্রী কলেজ ২৯১ জন, সন্ধানী স্কুল ও কলেজ ৯২ জন, বি এন কলেজ ভাটপাড়া ৭০ জন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ ১৯৬ জন, গাংনী সরকারি ডিগ্রী কলেজ ৪১২ জন, হাটবোয়ালি কলেজ গাংনী ১২৬ জন, মড়কা জাগরণ কলেজ গাংনী ১৫ জন, কাজিপুর কলেজ গাংনী ২৫৭ জন, গোয়ালগ্রাম কলেজ গাংনী ১৮৪ জন, করমদী কলেজ গাংনী ২১১ জন, বামুন্দী নিশিপুর স্কুল ও কলেজ গাংনী ২২২ জন, বীর মুক্তিযোদ্ধা আবদুল গনি কলেজ গাংনী ০০ জন। তেরাইল জোড়পুকুরিয়া ডিগ্রী কলেজ গাংনী ১৩৭ জন, মহাজনপুর মহাবিদ্যালয় মুজিবনগর ১৩৮ জন, মুজিবনগর আদর্শ মহিলা কলেজ ৮৭ জন, মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজ ৪৫৬ জন অংশ গ্রহণ করে।
এইচএসসি (ভোকেশনাল) ৩১১ জন অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের নাম টেকনিক্যাল স্কুল ও কলেজ মেহেরপুর ৩১১ জন অংশগ্রহণ করে।
এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) ১৭২৪ জন অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের নাম মুক্তিযোদ্ধা আহমদ আলী টেঃ অ্যান্ড বিঃ ম্যাঃ কলেজ ২৭৪ জন, বেগম বদরুন্নেসা টেঃ অ্যান্ড বিঃ ম্যাঃ কলেজ ৩৭ জন, মেহেরপুর টেঃ অ্যান্ড বিঃ ম্যাঃ ইন্সটিটিউট মদনাডাঙ্গা ১৬ জন, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজ ৯৩ জন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ ৩৩০ জন, গাংনী টেঃ অ্যান্ড বিঃ ম্যাঃ কলেজ ২৩৩ জন, ধানখোলা টেঃ অ্যান্ড বিঃ ম্যাঃ কলেজ গাংনী ১০৯ জন, হাড়াভাঙ্গা ডি এইচ সিনিয়র ফাজিল মাদ্রাসা গাংনী ৬৪ জন, গাংনী সরকারি ডিগ্রী কলেজ ২৭৪ জন, তেরাইল জোড়পুকুরিয়া ডিগ্রী কলেজ গাংনী ১৯৩ জন, আন-নূর টেঃ অ্যান্ড বি এম কলেজ ১০১ জন অংশগ্রহণ করে।
এবং আলিম ১৯১ জন অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের নাম মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসা ৬৩ জন, আমঝুপি আলিম মাদ্রাসা ৩৩ জন, মানিকনগর ডিএস আলিম মাদ্রাসা মুজিবনগর ২৯ জন, গাংনী ছিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা ১৯ জন, হাড়াভাঙ্গা ডি এইচ সিনিয়র ফাজিল মাদ্রাসা গাংনী ২৭ জন, মানিকদিয়া এগারপাড়া আলিম মাদ্রাসা ২০ জন অংশ গ্রহণ করে।