মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ও আলমপুরে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যার পর থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ওই দুটি স্থানে একাধিক দুর্ঘটনা ঘটে। জানা গেছে মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা এবং আলমপুর সড়কে ইটের ভাটায় মাটি তোলার কাজে ব্যবহৃত ট্রাক্টর থেকে মাটি পড়ে রাস্তার উপরে জমাট হয়ে থাকে।
বুধবার সন্ধ্যার দিকে সামান্য বৃষ্টির ফলে ওই সড়ক দুটি পিচ্ছিল হয়ে যায়, এতে আলমপুরে একটি ট্রাক খাদে পড়ে যাওয়া সহ দুই সড়কে একাধিক মোটরসাইকেল, ইজিবাইক উল্টে পড়ে।
এ সময় অনেকেই আহত হন। ইটভাটায় মাটি তোলার কারণে রাস্তায় পড়ে থাকা মাটি বৃষ্টির পানিতে কাদা হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। রাতে একটি খালি ট্রাক মেহেরপুর থেকে গাংনী যাবার পথে আলমপুর নামক স্থানে পৌছালে রাস্তা পিচ্ছিলরে কারণে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়, এতে ওই ট্রাকের চালক ও হেলপার আহত হয়। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।