তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিন গণযোগাযোগ অধিদপ্তরের “গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” শিরোনামে দেশব্যাপী প্রচার কার্যক্রম চলছে।
গত বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: ফারুক আহমেদের নেতৃত্বে একটি পরিদর্শক দল মেহেরপুরে ওয়াপদা মোড়ে এবং প্রকল্প পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ানের নেতৃত্বে একটি টিম বিকালে তাহের ক্লিনিক মোড়ে প্রদর্শীত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ।
প্রকল্পের আওতায় সরকারের অগ্রধিকার মূলক ভ্রাম্যমাণ এল.ই.ডি ভ্যানে করে জনগনের সামনে তুলে ধরা হয়। এছাড়াও নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন, বাল্যবিবাহ রোধে,সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরােধ, মাদক প্রতিরোধে ,নারীর প্রতি সকল ধরনের সহিংসতা রোধসহ বিভিন্ন বিষয়ে সচেতনামূলক প্রমান্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে উভয়ে সংক্ষিপ্ত বক্তৃতাকালে সরকারের উন্নয়ন মূলক কার্যক্রম ও এর সুফল উপস্থিত দর্শককের সামনে তুলে ধরেন। উভয় অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং জনগণের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’এ প্রকল্পের আওতায় দেশব্যাপি ১৯০০ স্পটে ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শন করা হবে । এর মধ্যে মেহেরপুরেও ভ্রাম্যমাণ ভ্যানের মাধ্যমে ৬৪ টি স্পটে প্রদর্শন করা হবে ।