মেহেরপুরে বাংলাদেশ এনজিও ফাউণ্ডেশন দিবস-২০২১ উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে ।
মেহেরপুর জেলায় কর্মরত বাংলাদেশ এনজিও ফাউণ্ডেশনের ১০ টি সহযোগী সংগঠন সুবাহ, মউক, সন্ধানী, পলাশী পাড়া, আরভি, দোয়েল, কুমারীডাঙ্গা, শহীদ সেবা, সু-শান্তা, পল্লী জন উন্নয়ন সংস্থার সম্মিলিত উদ্যেগে র্যালীটি অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টার সময় মেহেরপুর জেলা শিল্পকলা একডেমীর সামনে থেকে র্যালীটি শুরু হয়ে মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়।
র্যালী শেষে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা এনজিও সমিতির সভাপতি মোশারফ হোসেনের সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপ-পরিচালক মেহেরপুর স্থানীয় সরকার মোঃ মোজাহিদুল ইসলাম, স্বাগত বক্তা হিসেবে বক্তব্য রাখেন সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মঈন-উল-আলম, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আরভির নির্বাহী পরিচালক মোঃ আনরারুল ইসলাম, শহীদ সেবা সংস্থার নির্বহী পরিচালক রিন্টু চৌধুরী, উপকারভোগী বিলকিচ খাতুনসহ প্রমুখ।
অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জনাব লিংকন বিশ্বাসের নেতৃত্বে অনুষ্ঠানটি উপস্থাপন করেন সন্ধানী সংস্থার নিবার্হী পরিচালক জনাব মোঃ আবুজাফর, সার্বিক সহযোগিতায় ছিলেন সুবাহর সমন্বয়কারী ফরিদা পারভিন।