মেহেরপুরে করোনা ভাইরাসের বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টি এবং ‘নো মাস্ক নো সার্ভিস, মাস্ক পরুন, সেবা নিন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়ে। কর্মশালায় সভাপত্বি করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল।
সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যপক হাসানুজ্জামান মালেক, মেহেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার মামুন হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা ইয়াহিয়া খান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব চান্দ প্রমুখ। কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
করোনা ভাইরাস বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টি এবং নো মাস্ক নো সার্ভিস, মাস্ক পরুন সেবা নিন বিষয়ের উপর কর্মশালায় উপস্থিত অতিথিবৃন্দ তাদের মতামত ব্যক্ত করেন। বক্তারা বলেন, টিকা নিশ্চিত না হওয়া পর্যন্ত মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্য বিধি নিশ্চিত করতেই হবে। সেক্ষেত্রে তথ্যবিভাগের প্রচার প্রচারনাসহ নাগরীক সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠন গুলোর অংশগ্রহন নিশ্চিত করতে হবে। একই সাথে আইন প্রয়োগকারী সংস্থাকে আরো কার্যকর প্রদক্ষেপ গ্রহন করতে হবে। করোনার তৃতীয় ঢেউ মোকাবেলার জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহন করতে হবে।