সনাতন ধর্মালম্বীদের সর্ব বৃহৎ উৎসব ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের ২য় দিন মহাসপ্তমী আজ। বৃষ্টি উপেক্ষা করে মা দুর্গার দর্শন নিতে আসছেন অনেকেই। তবে সরকারি নিষেধাজ্ঞা থাকায় এবার হচ্ছে না আরতি, বসছে না মেলা, বাজছে না গান। তাই কিছুটা হলেও ফিকে পড়েছে এবারের দুর্গোৎসবে।
মেহেরপুরের সবকটি মন্ডপেই রয়েছে আনসার ও পুলিশ সদস্য। নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতেই কাজ করছেন প্রশাসনের পাশাপাশি সেচ্ছাসেবকরা।
শুক্রবার রাতে পুলিশ সুপার মেহেরপুর শহরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, নায়েব বাড়ি মন্দির, শ্রী শ্রী হরিভক্তি প্রদায়িনী পূজা মন্দির, হালদারপাড়া ও মালোপাড়া মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য পুলিশ সুপার এস এম মুরাদ আলি কে স্বাগত জানান। জেলা পূজা উদযাপন কমিটির অন্যান্য সদস্যরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
মেপ্র/এমএফআর