মেহেরপুর জেলা এখন করোনার হটস্পট। প্রতিদিনই মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। আক্রান্তের হারও অনেক বেশি। করোনার এই সংকটাপন্ন সময়ে মেহেরপুর জেনারেল হাসপাতালের পাশে এসে দাড়িয়েছে আকিজ বেকার্স লিমিটেডের ‘বেকম্যানস’ করোনা ওয়ারিয়র্স’।
বুধবার দুপুরে হাসপাতালের কনফারেন্স রুমে তত্বাবধায়ক ড: রফিকুল ইসলামের হাতে ৪ টি হাইফ্লো নেজেল ক্যানোলাসহ প্রয়োজনী সামগ্রী তুলে দেন আকিজ গ্রুপের ‘বেকম্যানস’স বিস্কুটের বিভাগীয় ব্যবস্থাপক ইব্রাহীম হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন। এছাড়াও হাসপাতালের চিকিৎসক, সেবিকারা সেখানে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, মেহেরপুর ছোট্ট একটি জেলা। এ নিয়ে হাসপাতালে হাইফ্লো ন্যোজেল ক্যানোলার সংখ্যা দাড়ালো ১৬ টিতে। যা করোনা রোগীদের মৃত্যুর হার অনেকাংশে কমিয়ে আনতে সাহায্য করবে। এজন্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও আকিজ গ্রুপকে ধন্যবাদ জানান তারা।