বৈশ্বিক সংকটে অসহায়-কর্মহীন মানুষের পাশে সরকারের পাশাপাশি সবাইকে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আসন্ন ঈদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসাবে ৩৬ লাখ ২৫ হাজার দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। লকডাউনে অসহায় কর্মহীন মানুষের আর্থিক সুরক্ষায় ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়াও লকডাউনে ক্ষতিগ্রস্ত এক কোটি ২৫ লাখ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর এই কার্যক্রমের ধারাবাহিকতায় মেহেরপুর পৌর শহরের ৮নং ওয়ার্ডে বাড়ি বাড়ি সহায়তার স্লিপ পৌঁছে দেওয়া হয়েছে। পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক নির্দেশে গতকাল বৃহস্পতিবার দুপুরে শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুজ্জামান সুইট বাড়ি বাড়ি প্রধানমন্ত্রীর উপহার সহায়তার স্লিপ পৌছে দেন।
এসময় শহিদুজ্জামান সুইট বলেন, গরীব অসহায় মানুষের বন্ধু, গণমানুষের নেতা জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের নির্দেশে প্রতিটা ওয়ার্ডে পৌঁছে দিচ্ছি প্রধানমন্ত্রীর উপহার।
বর্তমান পরিস্থিতিতে মানুষ প্রধানমন্ত্রীর উপহার পেয়ে অনেক খুশি। এমন একটি দায়িত্বে আমাকে নিয়োজিত করায় আমি মেয়রের কাছে কৃতজ্ঞ।