ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৬ তম আর্বিভাব উপলক্ষে মেহেরপুরের বিভিন্ন মন্দিরে উদ্যাপিত হলো শুভ জন্মাষ্টমী। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রনালয় মেহেরপুর জেলা শাখার উদ্যোগে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা, প্রার্থনা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠান হয়।
মেহেরপুর শহরের শ্রী শ্রী সিদ্ধেশরী কালি মন্দির, হরিজন পল্লীর রাঁধাগবিন্দ মন্দির, বকুলতলা হালদার পাড়া মন্দিরসহ জেলার ১০টি মন্দিরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পাবলিক প্রসিকিউটার পল্লব ভট্টাচার্য, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট মেহেরপুর জেলা শাখার ফিল্ড সুপারভাইজার হ্যাপি সাহা, কম্পিউটার অপারেটর হুমায়ন রশিদ, শ্রী শ্রী সিদ্ধেশরী কালি মন্দিরের গন শিক্ষা কার্যক্রম এর শিক্ষিকা বন্যাদত্ত, হরিজন পল্লীর রাঁধাগবিন্দ মন্দিরের লিপিকা দে, বকুলতলা হালদার পাড়া মন্দিরের সুমনা সরকারসহ গান শিক্ষার অন্যান্য শিক্ষিকা।