প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ক্ষেত্রে অবদান রাখা, প্রাথমিক শিক্ষার মানউন্নয়ন ও শিক্ষাকে এগিয়ে নিতে অবদান রাখা, শিক্ষার্থী ঝোরে পড়া রোধকল্পে কাজ করা, সঠিকভাবে পাঠদান, সঠিক সময়ে বিদ্যালয়ে হাজির, বিদ্যালয় পরিচালনা করাসহ বিভিন্ন বিষয়ের গুরুত্ব দিয়ে মেহেরপুর জেলায় শ্রেষ্ঠদের নির্বাচিত ও তাদের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ ঘোষণা করা হয়েছে।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি (এস এম সি) নির্বাচিত হয়েছেন মেহেরপুর সদর উপজেলার রাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (এস এম সি) সভাপতি মো: দেলোয়ার হোসেন রিগান।
এছাড়া মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ), পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজবীন আরা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (নারী), গাংনী উপজেলার খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জালাল উদ্দীন শ্রেষ্ঠ সহকারি শিক্ষক(পুরুষ), মেহেরপুরের কাঁঠালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুন নাহার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (নারী) নির্বাচিত হয়েছেন।
গাংনী উপজেলার তেরাইল চেয়ারম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়ে শ্রেষ্ট প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যুৎসাহি সমাজকর্মী নির্বাচিত হয়েছেন গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার পাশা। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন গাংনী উপজেলার মটমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আরা বিউটি। প্রাথমিক শিক্ষা প্রশাসনের শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কম্পিউটার অপারেটর আব্দুর রাজ্জাক।
শ্রেষ্ঠ সহকারি উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন গাংনী সহকারি উপজেলা শিক্ষা অফিসার সামসুজ্জোহা এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা: আলাউদ্দীন। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক।ঝরে পড়ার হার উল্লেখযোগ্যহারে কমাতে সক্ষম হওয়ায় জেলায় শ্রেষ্ঠ মেহেরপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শ্রেষ্ট শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠাণ বাছাই কমিটির সভাপতি ও মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান ও সদস্য সচীব মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেস রঞ্জন রায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ উপলক্ষে এ ঘোষণা দেন।