“জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি” প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় মেহেরপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন করা হয়েছে।
আজ শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমী থেকে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে যেয়ে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কাদির, মেহেরপুর জেনারেল হাসপাপতালের তত্বাবধায়র ডা. জমির মোহাম্মদ হাসিবুর সাত্তার, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মেহেরপুর পৌরসভার কাউন্সিলর আল মামুন, পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস সহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও ইউনিয়ন পরিষদের কর্মচারীরা আলোচনা সভায় অংশ নেন।