বাংলাদেশ তামাক বিরোধী জোট ও শানঘাট পল্লী উন্নয়ন সংস্থা এর আয়োজনে মেহেরপুরে জাতীয় তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর জেলা ক্লাবে”দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন: তামাক কোম্পানি বেপরোয়া” শীর্ষক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, শানঘাট পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মহিবুল ইসলাম ওহিদ। সংবাদ সম্মেলনে তিনি তামাকের বিভিন্ন ক্ষতিকর বিষয় তুলে ধরেন। এছাড়া তিনি বিভিন্ন সুপারিশমালা বাস্তবায়নের দাবি তুলে ধরেন। সুপারিশগুলো হচ্ছে, দ্রুততম সময়ে তামাক নিয়ন্ত্রন আইন সংশোধনী চুড়ান্ত করা, তামাক কোম্পানির প্রভাব থেকে নীতি সুরক্ষায় এফসিটিসি এর অনুচ্ছেদ ৫.৩ অনুসারে ‘কোড অব কনডাক্ট গ্রহন’, জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসুচি দ্রুত চুড়ান্ত এবং দেশব্যাপী যথাযথ কার্যক্রম গ্রহন করা, টাস্কফোর্স কমিটিসমুহ সক্রিয় করা, কমিটির ত্রৈমাসিক সভা নিয়মিতকরণ, সভার সিদ্ধান্তসমুহ যথাযথভাবে বাস্তবায়ন করা, আইন লঙ্ঘনের দায়ে তামাক কোম্পানি/ প্রতিনিধিকে আর্থিক জরিমানার পাশাপাশি জেল প্রদান, আইন লঙ্ঘনকারী তামাক কোম্পানিগুলোর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহন করা, তামাক নিয়ন্ত্রণ আইন মনিটরিং কার্যক্রমের সাথে বেসরকারী সংস্থাগুলোকে সম্পৃক্তকরা, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুসারে একটি শক্তিশালী তামাক কর নীতি প্রনয়ন ও বাস্তবায়ন করা।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এসপিএইচআর এর নির্বাহী পরিচালক আবু আবিদ, পিজেইউএস এর নির্বাহী পরিচালক গোলাম কিবরিয়া, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, কালের কন্ঠের জেলা প্রতিনিধি ইয়াদুল মোমিন, বাসস প্রতিনিধি দিলরুবা খাতুন, সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, মহসিন আলী, শাহিন সিদ্দিকী, আক্তার হোসেন, মাসুদ রানা, পাভেল মাহমুদ, মাসুদ রানা, তোফায়েল হোসেন, রাফিউল ইসলাম রাফি, এস এ সাদিক।