মেহেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২০ সম্পর্কে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা করেছে জেলা সিভিল সার্জন অফিস।
সোমবার বেলা সাড়ে বারোটার দিকে সিভিল সার্জনের অফিস কার্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন নাসির উদ্দীনের সভাপতিত্বে এ সময় মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আজম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন সহ জেলার অনান্য সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
আগামী ২৬ তারিখ থেকে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন শুরু হবে বলে জানান সিভিল সার্জন নাসির উদ্দীন। এ বছর মেহেরপুর জেলার ৩ উপজেলায় মোট ৬৮৫৭৬ জন শিশুকে ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে সদরে- ৬-১১ মাসের শিশুকে ২২৫৫, ১২-৫৯ মাসের শিশুকে ১৭৫৪০। মুজিবনগরে- ৬-১১ মাসের শিশুকে ১১১৩, ১২-৫৯ মাসের শিশুকে ৮৬৩১।
গাংনীতে- ৬-১১ মাসের শিশুকে ৩৮৪১, ১২-৫৯ মাসের শিশুকে ৩০২৬২। পৌরসভায়- ৬-১১ মাসের শিশুকে ৭৯৪, ১২-৫৯ মাসের শিশুকে ৪১৪০।