নিরাপদ মাছে ভরবে দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ মঙ্গলবার (২৫ জলাই) সকালে জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের নেতৃত্বে র্যালীটি মেহেরপুর পাবলিক লাইব্রেরী চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালীতে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) আব্দুল কাদির মিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাকির হোসেনসহ বিভিন্ন শ্রেনী পেশার লোক র্যালীতে অংশগ্রহণ করেন।
পরে জেলা প্রশাসক শামীম হাসান ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত করেন। এসময় জেলা মৎস্য অফিসার রোকনুজ্জামান সহ অন্যরা উপস্থিত ছিলেন।