মেহেরপুর জেলা পর্যায়ে মাধ্যমিক উচ্ছ মাধ্যমিক শিক্ষক-শিক্ষার্থী-শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এর মেহেরপুর জেলা অফিস ।
গতকাল সোমবার সকালে মেহেরপুর জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন মেহেরপুর জেলার শ্রেষ্ঠদের এই তালিকা প্রকাশ করেন।
শিক্ষা সপ্তাহ ২০২৪ এর নির্বাচিতদের তালিকায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে গাংনী উপজেলার ঐতিহ্যবাহি জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, শ্রেষ্ঠ মাদ্রাসা সদর উপজেলার পিরোজপুর দাখিল মাদ্রাসা, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) গাংনীর সন্ধানী স্কুল এন্ড কলেজ।
শ্রেষ্ঠ বিদ্যালয়ের প্রধান নির্বাচিত হয়েছেন জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কারিগরি পর্যায়ে গাংনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজেরঅধ্যক্ষ আবুল কালাম আজাদ, শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান হাড়াভাঙ্গা ডিএইচ সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত হয়েছেন, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবীর, শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হয়েছেন গাংনী উপজেলার বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দিলারা আফরোজ, শ্রেষ্ঠ কারিগরি শিক্ষক নির্বাচিত হয়েছেন মেহেরপুর সদরের মুক্তিযোদ্ধা আহমদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের শিক্ষক এস এম রফিকুল আলম বকুল, শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক হাড়াভাঙ্গা ডিএইচ সিনিয়র ফাজিল মাদ্রাসার সুলতানা ইয়াসমিন, শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছেন, মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক মোঃ খেদমত আলী মালিথা।
এছাড়াও শ্রেষ্ঠ রোভার গ্রুপ নির্বাচিত হয়েছে, গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজের রোভার গ্রুপ, শ্রেষ্ঠ বিএনসিসি দল নির্বাচিত হয়েছে, মেহেরপুর সরকারি কলেজবিএনসিসি দল, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন, গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজের শিক্ষক সুকেশ চন্দ্র বিশ্বাস, শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত হয়েছেন, গাংনী উপজেলার জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক লায়লা আতকিয়ারা, শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন, মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন, শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হয়েছেন, মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক মুন্সি এ এইস এম রাশেদুল হক, শ্রেষ্ঠ স্কুল শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন, গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজের ছাত্রী আতকিয়া ফাইজা, শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন, সদর উপজেলার গোভীপুর দাখিল মাদ্রাসার ছাত্রী মাঈশা সিদ্দিকা, শ্রেষ্ঠ কলেজ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন, মেহেরপুর সরকারি কলেজের ছাত্র তানজীফ রহমান অর্পণ, শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছেন, গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজের আব্দুল্লাহ আল জামি, শ্রেষ্ঠ গার্লস গাইড নির্বাচিত হয়েছেন, একই বিদ্যালয়ের আতকিয়া ফাইজা, শ্রেষ্ঠ রোভার সদস্য নির্বাচিত হয়েছেন, মেহেরপুর সরকারি কলেজের অনিক হাসান, শ্রেষ্ঠ ক্যাডেট নির্বাচিত হয়েছেন, মেহেরপুর সরকারি কলেজের জেনিথ ইসলাম, শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছেন, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং শ্রেষ্ঠ গার্লস গ্রুপ গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজ।
এদিকে বিভিন্ন গ্রুপে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় জেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজের পরিচালক মহা: আবু জাফর, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানি, হাড়াভাঙ্গাি ডএস সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাকসহ অনেকেই।