মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার পুরাতন দরবেশপুর নামক স্থানে সিমেন্ট বোঝায় ট্রাকের চাকায় স্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন আশরাফুল ইসলাম নামের এক কৃষক।
নিহত আশরাফুল ইসলাম মেহেরপুর সদর উপজেলা পুরাতন দরবেশপুর গ্রামের আজিমুদ্দিনের ছেলে। সে ২ কন্যা সন্তানের জনক।
আজ বুধবার (৩০ মার্চ) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। সকাল ৭ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে মারা যান তিনি।
সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার সপ্তাহ পার হতে না হতেই প্রায় একই স্থানে আবারও একটি সড়ক দুর্ঘটনা প্রাণ গেল পুরাতন দরবেশপুর গ্রামের আশরাফুল নামের এক ব্যক্তির।
স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, আশরাফুল ইসলাম ও তার প্রতিবেশী সকালের দিকে রাস্তার পাশে বসে ছিলেন। এ সময় সিমেন্ট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-উ- ১১-২১৬৭) আশরাফুলকে ধাক্কা মারে। এতে আশরাফুল ইসলাম মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল ইসলাম মারা যান। এ ঘটনায় ট্রাকচালক ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায় ।
আশরাফুল ইসলাম এর মৃত্যুর খবর জানাজানি হওয়ার পরপরই স্থানীয়রা মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের উপর গাছের গুড়ি ফেলে রেখে সড়ক অবরোধ করে রাখে।
ওই গ্রামের আরজান আলী, মিশকাত আলী ও আবু সুফিয়ান জানান, বিচার না হওয়া পর্যন্ত রাস্তা অবরোধ থাকবে। তারা বলেন যানবাহনের চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও তাদের খামখেয়ালিপনার কারনে এ সড়কটিতে প্রতিনিয়ত প্রাণ ঝরছে। কোনো বিচার না হওয়ায় চালকদের বেপরোয়া গতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
খবর পেয়ে সদর থানা পুলিশের একটি টীম ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। রাস্তা অবরোধের কারনে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে কয়েক ঘন্টা যাবৎ সকল প্রকার যান চলাচল বন্ধ ছিলো। সিমেন্ট বোঝায় ঘাতক ট্রাকটি উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
উল্লেখ্য এ দুর্ঘটনার ৭ দিন আগে একই স্থানে সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যানের ধাক্কায় রাস্তার পাশে থাক একটি ইঞ্জিন বিকল গাড়ির চালক এবং হেলপার নিহত হয়েছেন।