ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ। এই প্রতিপাদ্যে নিয়ে মেহেরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ পালন করা হয়েছে।
গতকাল রবিবার দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতায় আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয় । র্যালীতে অংশ নেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ নাজমুল হুদা, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেকসহ উদ্যোক্তা বৃন্দ।
জেলায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারে দায়িত্ব পালনকারীদের মধ্যে সেবা প্রদানের ভিত্তিতে একজনকে শ্রেষ্ট উদ্যোক্তা নির্বাচন করা হয়।
জেলার ১৮টি ইউনিয়ন ও ৩টি পৌর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের মধ্যে সেবাপ্রদান ও ডিজিটাল কার্যক্রম পরিচালনায় বিশেষ ভুমিকা রাখায় গাংনীর বামন্দী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্ত সজিবুল হক লেমন কে জেলার শ্রেষ্ট উদ্যোক্তা হিসেবে পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক ড. মুনসুর আলম।