মেহেরপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ এক জনকে আটক করা হয়েছে।
আজ সোমবার (২২ জানুয়ারি) ভোর সাড়ে ৫ টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের কারিকর পাড়া থেকে খোসবার মন্ডল (৫২) কে আটক করে পুলিশ।
জানা গেছে,মেহেরপুর টু চুয়াডাঙ্গা গামী পাঁকা রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের চেকপোস্টে অভিযান পরিচালনাকালে গোল্ডেন লাইন পরিবহনের মধ্যে থাকা এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পাইয়া বাস থেকে নেমে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে। পরে সংগীয় ফোর্সের সহায়তায় তাঁকে ধরে তল্লাশী করলে স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসময় জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক রত্নেশ্বর কুমার মন্ডল,এসআই নূর মোহাম্মদ মোস্তফাসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলো।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় মামলা প্রক্রিয়াধীন হয়েছে।