মেহেরপুরে মাদকদ্রব্য সেবনের অপরাধে দুই মাদক সেবিকে পৃথক দুটি ভ্রাম্যমান আদালত বসিয়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: রনী খাতুন।
গতকাল বৃহস্পতিবার বিকালে সাড়ে ৩ টার দিকে এই আদেশ দেন মোছা: রনী খাতুন।
দণ্ডিতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার রায়পুর মধ্যপাড়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে সাইফুর রহমান সুইট (২৫) ও একই গ্রামের মোকাম আলীর ছেলে মকবুল হোসেন (২৯)।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: রনী খাতুন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের সহযোগীতায় মাদক সেবনরত অবস্থায় এই দুই মাদক সেবিকে আটক করা হয়। এর পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় প্রত্যাককে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এসময় পুলিশের একটি টিম সহযোগীতা করেন।
দণ্ডিতদের বিকালেই মেহেরপুর জেল হাজতে প্রেরণের দির্দেশ দেওয়া হয়েছে।