বাসি, পচা খাবার ও নোংরা পরিবেশের অপরাধে মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকার ইয়ারুল হোটেলের১৫ হাজার ও ইসলামিয়া হোটেলের ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (১৭ আগষ্ট) দুপুরের দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়ীত্ব) মো: সজল আহম্মেদ এ অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ইয়ারুল হোটেলকে ১৫ হাজার টাকা ও ইসলামিয়া হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় কৃষি বিপনন কর্মকর্তা তারিকুল ইসলাম, নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ উপস্থিত ছিলেন।
মেহেরপুর জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল ওহাব ও সঙ্গীয় ফোর্স অভিযানে সহযোগীতা করেন।
এর আগে কলেজ মোড় এলাকার মেহেরপুর ফিলিং স্টেশন ও চুয়াডাঙ্গা রোডের অয়ন ফিলিং স্টেশন দুটিতে অভিযান চালান এই দলটি। তবে, ওজন ঠিক থাকায় সেখানো কোনো জরিমানা করা হয়নি।
এছাড়া বিভিন্ন দোকানে সচেতনতামুলক কার্যাক্রম পরিচালনা করা হয়।