জাতীয় যুব দিবস উপলক্ষে মেহেরপুর জেলা যুব উন্নয়ন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বুধবার সকালে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, যুব ঋণের চেক, সনদপত্র, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মো: শামীম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাজী আব্দুল কাদির মিয়া, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কাজী কাদের মোহাম্মদ ফজলের রাব্বি, কারিগরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আরিফ হোসেন তালুকদার।
জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ।
যুব দিবস উপলক্ষে যুব উন্নয়নের প্রশিক্ষনার্থী সুমাইয়া আক্তার, সফল আত্মকর্মী মিজানুর রহমান, যুব সংগঠক রেহেনা মান্নান, সদস্য যুব কাউন্সিল নিশাত আফরিন রাহী এ সময় বক্তব্য রাখেন।
মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক মাসুদ আল আহসান নবেল জাতীয় যুব দিবসের প্রোগ্রাম সঞ্চালনা করেন।
এছাড়াও মেহেরপুর জেলা যুব উন্নয়নের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।