তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘হার পাওয়ার’ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নারীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (১০ই মার্চ) সকাল ১১ টার সময় মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স অডিটোরিয়ামে এ ল্যাপটপ বিতরণী অনুষ্ঠিত হয়।
ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন।
অনুষ্ঠানর স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোস্তফা কামাল।
বিশেষ অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ শামীম হাসান, পুলিশ সুপার এসএম নাজমুল হক বিপিএম, পিপিএম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক আরো নেতা কর্মী উপস্থিত ছিলেন।
পরে ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে “হার পাওয়ার” প্রকল্পের মাধ্যমে সারাদেশব্যাপী ফ্রিল্যান্সিংকে অগ্রাধিকার দিয়ে নারীদের স্বাবলম্বী করার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে মেহেরপুর চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার ৫৫৫ জন নারীকে বিনামূল্যে ল্যাপটপ দেওয়া হয়।