মেহেরপুরে নিউ ওয়ার্ল্ড কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২ টার সময় নিউ ওয়ার্ল্ড কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
মেহেরপুর নিউ ওয়ার্ল্ড কলেজিয়েট স্কুলের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শহীদুল্লাহ শহীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার জহুরুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোমরপুর অনামিকা আইডিয়াল স্কুলের পরিচালক আনিসুর রহমান টিপু।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর নিউ ওয়ার্ল্ড কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ সামিরা শহিদুল্লাহ ইলা।
এ ছাড়াও উপস্থিত ছিলেন অনিমা হোসেন অন্তরা, সোহানা আক্তার, কাবিদুল, রেহেনা, প্রতিলতা মীম, লিখনসহ স্কুলের শিক্ষার্থীরা ।