মেহেরপুরে নিরাপদ সড়ক, অবৈধ যানবাহন চলাচল বন্ধ ও ফুটপাত দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
“নিরাপদ সড়ক,অবৈধ যানবাহন চলাচল বন্ধ ও দখলমুক্ত ফুটপাত চাই”এই প্রতিপাদ্যে শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) মেহেরপুর জেলা শাখা আয়োজিত মানববন্ধনে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি তানজীমুল, সাধারণ সম্পাদক নাফিউল, সহ-সভাপতি রাব্বি, কোষাধক্ষ আনাস, মানব সম্পদ কর্মকর্তা ইমতিয়াজ, মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ভাইস প্রিন্সিপাল খন্দকার মুইজ, সোসিয়াল অ্যাক্টিভিটিস্ট ও মেহেরপুর উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম পলাশ বক্তব্য রাখেন।
এছাড়াও এসময় তুরজাউন,বাপ্পি,তানভীরসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগণ তাদের বক্তব্যে বলেন মেহেরপুরে যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা ও অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে হবে। এছাড়াও আরো গুরুত্বপূর্ণ সচেতনতামূলক বিষয়ে বক্তাগণ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ৩১ জানুয়ারি মেহেরপুর শহরে বাঁশের গুড়িভর্তি বেপরোয়া গতির লাটাহাম্বারের ধাক্কায় একজন এলজিইডির অফিস সহকারী প্রাণ হাড়ায়।