মেহেরপুরে পঁচা গরুর মাংসসহ শুকুর আলীর নামের এক মাংস ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার বিশুদ্ধ খাদ্য আদালত।
পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।
মেহেরপুর বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ্ এ আদেশ প্রদান করেন।
দণ্ডিত শুকুর আলী মেহেরপুর শহরের চক্র পাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে।
আজ শনিবার (১৩ আগস্ট) মেহেরপুরের বড় বাজার হতে একজন মাংস ব্যবসায়ীকে পঁচা মাংসসহ গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে নিরাপদ খাদ্য আইনে মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সদর উপজেলা স্যানিটারি পরিদর্শক তরিকুল ইসলাম মেহেরপুর প্রতিদিনকে বলেন, বড় বাজারে শুকুর আলী নামের এক মাংস ব্যবসায়ী পঁচা গরুর মাংস বিক্রি করছেন জানতে পেরে বিশুদ্ধ খাদ্য আদালত সেখানে অভিযান পরিচালনা করেন।
এসময় সেখান থেকে ৫কেজি পঁচা মাংসসহ তাকে গ্রেফতার করে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ্ স্যারের আদালতে হাজির করা হলে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।