মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী বুড়িপোঁতা গ্রামে পুকুরের পানিতে ডুবে মরিয়ম খাতুন ওরফে মিতু (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মরিয়ম খাতুন বুড়িপোঁতা গ্রামের উত্তরপাড়া এলাকার আব্দুল মালেক ওরফে সাহেব আলীর মেয়ে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরের দিকে শিশুটি বাড়ির বাইরে খেলতে বের হয়। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মরদেহটি বর্তমানে পরিবারের হেফাজতে রয়েছে।