মেহেরপুরে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট ও সন্মানী বিতরন করা হয়েছে।
আজ রবিবার বেলা ১১ টা সময় মেহেরপুর ওয়াপদা রোডে বহুমুখী মানব কল্যান সংস্থার কার্যালয়ে প্রশিনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
বহুমুখী মানব কল্যান সংস্থার মেহেরপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক নুরুল আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্যানেল মেয়র শাহিনুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন বহুমুখী মানব কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সিনিয়র সাংবাদিক বিপুল আশরাফ, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আজম, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু, সংস্থার ডেপুটি ম্যানেজার আব্দুল আওয়াল প্রিন্স।
বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল ধারায় নিয়ে আসায় প্রধানমন্ত্রীর অন্যতম লক্ষ্য। সেই লক্ষেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এই কারনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। কোন গোষ্ঠীকে পিছিয়ে রেখে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব নয়।
এ পর্যন্ত বহুমুখী মানব কল্যান সংস্থার মেহেরপুর জেলায় সাড়ে সাত শত জন কম্পিউটার ও ড্রাইভিং কোর্স সম্পন্ন করেছে।