মেহেরপুরে ফারইষ্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স লি.এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হওয়ার ৯ মাস পার হলেও টাকা দিচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী গ্রাহক। যদিও গ্রাহকদের বলা হয়েছে মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যেই টাকা পাওয়া যাবে।
মেহেরপুর শহরের ৬ নং ওয়ার্ডের ভুক্তভোগী গ্রাহক ঝর্না খাতুন জানান, ফারইস্ট ইসলামি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লি. এ আমি একটি ইন্সুইরেন্স করি। যার নাম্বার ৮০-২১১। গত বছর ডিসেম্বরে তার ১০ বছর পুর্ন হয়েছে। প্রায় ৯ মাস পার হতে চললেও টাকা পাওয়ার কোন নাম নেই। টাকার ব্যপারে মেহেরপুর শাখায় যোগাযোগ করা হলে তারা আমাকে পুনরায় নতুন করে ইন্স্যুরেন্স করতে বলেন। নতুন ইন্স্যুরেন্স করলে তাড়াতাড়ি টাকা পাবেন বলে জানান কোম্পানির লোকজন। তা না হলে দেরি হবে।
এ বিষয়ে মেহেরপুর শাখার কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, নতুন ইন্স্যইরেন্স করলে হাতে হাতে ফইল নিয়ে কাজ করা যায়। ঢাকায় যেতে খরচ লাগে, সেটা কে দেবে। কবে নাগাদ টাকা আসবে জানতে চাইলে তিনি বলেন, যার কাছে টাকা জমা দিয়েছেন তাকে জিজ্ঞেসা করেন। আমাকে জ্বালাতন কইরেন না।