জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডক্টর মোঃ মুনসুর আলম খান জেলা প্রশাসক মেহেরপুর, আলোচনা সভার প্রধান বক্তা ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ।
বিশেষ অতিথি মোঃ রাফিউল আলম পুলিশ সুপার মেহেরপুর, এডভোকেট মোঃ আব্দূস সালাম চেয়ারম্যান জেলা পরিষদ মেহেরপুর, এডভোকেট পল্লব ভট্টাচার্য পাবলিক প্রসিকিউটর জজ কোর্ট মেহেরপুর, প্রফেসর মোঃ হাসানুজ্জামান মালেক সভাপতি বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ মেহেরপুর, মোঃ আব্দুস সামাদ বাবলু বিশ্বাস চেয়ারম্যান পিরোজপুর ইউনিয়ন পরিষদ, এডভোকেট ইব্রাহিম শাহিন যুগ্ন সম্পাদক জেলা আওয়ামী প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হয় এসময় ছোট ছোট শিশুরা উপস্থিত থেকে কেক কাটায় অংশগ্রহণ করেন।জন্মদিন উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ীদের সন্মানিত করে পুরুস্কার তুলে দেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত করা হয়।