মেহেরপুরে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দৈনিক কালবেলার দ্বিতীয় বর্ষপূর্তি ও তৃতীয় বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে।
আজ শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে, নতুন বাংলাদেশে সাফল্যের ২ বছর প্রতিপাদ্যে আলোচণা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা প্রতিনিধি খান মাহমুদ আল রাফির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুরের অতিঃ জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) সউদ কবির মালিক, মেহেরপুরের স্থানীয় পত্রিকা মেহেরপুর প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মাহাবুব চান্দু। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আজম।
এ সময় আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে আরও বক্তব্য রাখেন মেহেরপুর সদর থানার ওসি তদন্ত মোঃ সেলিম, বাসস এর জেলা প্রতিনিধি দিলরুবা আক্তার, ভোরের কাগজের প্রতিনিধি মুর্তজা ফারুক রূপক, জনবানি পত্রিকার প্রতিনিধি রাশেদ খান, অনলাইন পোর্টাল মুজিবনগর খবর ডট কম এর উপদেষ্টা সম্পাদক এম এ হাসান সুমন প্রমূখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, একুশে টিভি ও সমকালের জেলা প্রতিনিধি ফারুক হোসেন, সময় টিভির জেলা প্রতিনিধি বেন ইয়ামিন মুক্ত সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
আলোচনা সভায় আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন বলেন, ‘৫ আগস্ট সরকার পতনের পর আমরা দেখেছি পক্ষপাত মূলক সংবাদ প্রচারণা করার দায়ে অনেক বড় বড় সাংবাদিক দেশ ছাড়া হয়েছেন। এদিক থেকে কালবেলা পত্রিকাটি সম্পূর্ণ ব্যতিক্রম। কালবেলা বস্তুনিষ্ঠ ও তথ্যসমৃদ্ধ খবর প্রকাশের নির্ভীক একটি মাধ্যম। আশা করছি দৈনিক কালবেলা ভবিষ্যতে সংবাদ প্রকাশের এই ধারাবাহিকতা বজায় রাখবে।’
মেহেরপুরের স্থানীয় পত্রিকা মেহেরপুর প্রতিদিনের ব্যবস্থাপনার সম্পাদক মাহাবুব চান্দু বলেন, ‘কালবেলা শুধু খবর প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকেনা। খবরের ভিতরের খবর কে পাঠকদের মাঝে তুলে আনার চেষ্টা করে। কালবেলার মেহেরপুর জেলা প্রতিনিধি পত্রিকাটির প্রতিষ্ঠালগ্ন থেকেই পত্রিকাটার সাথে যুক্ত থেকে নিজের অবস্থানকে সুদৃঢ করেছেন। তিনি মেহেরপুরকে কতটুকু তুলে ধরতে পেরেছেন এটা পাঠক ও মেহেরপুরের জনগণই ভালো বলবে। আমি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ‘
প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিপতি কুমার বিশ্বাস বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যেই কালবেলা বস্তুনিষ্ঠ ও সাহসী অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে দেশব্যাপী গ্রহণযোগ্যতা তৈরি করেছে। পাশাপাশি আমাদের মনোজগতেও এখন প্রভাব ফেলেছে কালবেলা। মেহেরপুর জেলার বস্তুনিষ্ঠ ও তথ্য বহুল ঘটনাগুলো নির্ভয়ে পত্রিকায় তুলে আনার কারণে পত্রিকাটির মেহেরপুর প্রতিনিধি রাফিকে আমি খুবই পছন্দ করি। মাঝেমধ্যে আমার অফিসে ডেকে নিয়ে নিউজ প্রকাশের ক্ষেত্রে কোন কোন আইনী দিক বিবেচনা করতে হবে সেই পরামর্শ দিই।’
আলোচনা শেষে দ্বিতীয় বর্ষপূর্তি ও তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়। অতঃপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন চেলসী স্পর্শ মন্ডল এবং অ্যাডভোকেট আব্দুল্লাহ আল অনলের নেতৃত্বে মেহেরপুরের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যান্ড সংগীত পরিবেশন করে।