বিবাদমান জমির বাঁশ কাটতে বাধা দেওয়ায় একই পরিবারের তিন নারীকে ধারালো দা ও বাঁশ দিয়ে পিটিয়ে জখম করেছে আপন চাচা ও চাচাত ভাই।
আহতরা হলেন, মৃত গোলাম হোসেনের স্ত্রী আন্নাতুন্নেছা, মাসুদ রানার সাবিনা ইয়াসমীন ও আব্দুল জাব্বাারের স্ত্রী গুলশানারা খাতুন।
আজ বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা বেলায় মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে এই মারধরের ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
জানা গেছে, কুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলাম আন্নাতুন্নেছা দেবর ও ভাবি। আন্নাতুন্নেছার বাঁশবাগানের বাঁশ জোর করে কেটে নিচ্ছিলেন দেবর শফিকুল ইসলাম। বাঁশ কাটতে বাঁধা দেওয়ায় শফিকুল ইসলাম ও তার ছেলে স্বপন বাঁশ ও দা দিয়ে আন্নাতুন্নেচ্ছা ও তার দুই মেয়ে সাবিনা ইয়াসমীন ও গুলশানারাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্বক আহত করেন। সাথে সাথে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে আন্নাতুন্নেছার অবস্থা আশংকাজনক বলে জানান চিকিৎসক শরিফুল ইসলাম।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মারামারির ঘটনা শুনেছি। এখনো কেউ থানায় আসেনি। লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।