মেহেরপুর শহরের বড়বাজারে বাসি- পঁচা মাংস বিক্রি করার দায়ে মাংস বিক্রেতা শুকুর আলীর কাছে থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত । একই সঙ্গে সমস্ত পচা মাংস জব্দ করে বিনষ্ট করে নির্দেশ দেওয়া হয়।
মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলাম এ আদালত পরিচালনা করেন।
দন্ডিত শুকুর আলী মেহেরপুর শহরের চক্করপাড়ার মকবুল হোসেনের ছেলে।
জানা গেছে, একজন ক্রেতা বড় বাজারের মাংস বিক্রেতা শুকুর আলীর কাছ থেকে গরুর মাংস কিনে নিয়ে যাই। ওই মাংস পঁচা গন্ধ দুর্গন্ধ বের হলে তিনি মাংস বিক্রেতাকে চ্যালেঞ্জ করেন। এসময় পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর মনিরুল ইসলাম মাংস পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন মাংস দিয়ে পচা দুর্গন্ধ বের হচ্ছে।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ আইন ৯ এর ৬১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মেপ্র/ইএম