মেহেরপুরের গোরস্থান পাড়া থেকে বাড়ির মালিক কে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়া দুই আসামি রাজন আলী(২৫) ও তার স্ত্রী সালমা খাতুন (১৯)কে আটক করেছে মেহেরপুর সদর ফাঁড়ি পুলিশ। আটক রাজন আলী মেহেরপুরের গোরস্থান পাড়ার মোহাম্মদ শরীফের ছেলে এবং সালমা খাতুন রাজনের স্ত্রী।
গতকাল সোমবার রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার আওতাধীন সদর ফাঁরি পুলিশের ইনচার্জ এসআই আশরাফের নেতৃত্বে একটি টিম তাদের আটক করে।
গত ২ অক্টোবর আটককৃত ২ আসামী মেহেরপুর পৌর এলাকার গোরস্থান পাড়ার লক্ষী খাতুন এর বাড়ি ভাড়া নেয়। অতঃপর ৫ অক্টোবর বাড়ির মালিক লক্ষ্মী খাতুনকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
আটক অভিযানের নেতৃত্ব দেয়া এসআই আশরাফ বলেন আসামি জাহিদের বাড়ি থেকে চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন বলেন, ‘আটকৃত আসামিদের আজ মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হবে।’