মেহেরপুরে রবি ২০২৩-২৪ মৌসুমী কৃষি প্রণোদনার আওতায় গম, ভুট্টা,সরিষা,শীতকালীন পেঁয়াজ মসুর মুগ,উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সভাকক্ষে মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের সৌজন্য রবি ২০২৩-২৪ মৌসুমী কৃষি প্রণোদনার আওতায় গম ভুট্টা সরিষা শীতকালীন মসুর ও মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রাপ্তিক কৃষকদের মাঝে বিনামূল্য বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
ক্ষুদ্র প্রাপ্তি কৃষকদের মাঝে বিনামূল্য বীজ বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক মোঃ শামীম হাসান এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার, সহকারী কৃষি অফিসার চাইনা পারভিন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।