মেহেরপুর জেলা রোভারের আয়োজনে বিপি দিবস ও সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টার সময় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিলের পাওনিয়ার স্কুল ও প্রফেশনাল কলেজে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
জেলা রোভারের সহ সভাপতি নুরুল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রোভারের কমিশনার প্রফেসর রফিকুল ইসলাম।
জেলা রোভারের সম্পাদক ফররুখ আহমদ উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা রোভারের কোষাধ্যাক্ষ রফিকুল আলম বকুল, সহকারী কমিশনার জাহির হোসেন চঞ্চল, সহকারী কমিশনার ওয়াহিদুজ্জামান টিটু এবং সিনিয়র রোভারমেট অনিক ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিটের আরএসএলসহ রোভার সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর রফিকুল ইসলাম রোভারের জনক ব্যাডেল পাওয়েল এর জীবনের বিভিন্ন মানবিক দিক ও রোভারিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি আজকের বিপি দিবসের তাৎপর্য ও গুরুত্ব উপলব্ধি করে সেবার মন্রে উজ্জীবিত হতে রোভার সদস্যদের প্রতি আহবান জানান। তিনি এ রকম আন্তর্জাতিক মানের সেবা সংগঠন ও সকলের কাছে গ্রহণযোগ্য এ রকম একটি সংগঠন গড়ে তোলার জন্য ব্যাডেন পাওয়েলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। রোভার স্কাউটস সদস্যদের মানুষের সেবায় আত্মনিয়োগের করতে আহবান জানান।