মেহেরপুরে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা। শোভাযাত্রাটি মেহেরপুর প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড.মুনসুর আলম খান। অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা তৌহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, জেলা পোল্টি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বক্কর, সাধারণ সম্পাদক আবুল বাশার মিন্টু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শারমিন রত্না,
উপসহকারী প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা সফিউদ্দিন সহ জেলার সকল পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সদস্যরা। বিকালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে মেহেরপুর সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে ডিম খাওয়ানো হয়।