প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ ২০২১ পালিত হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভির রহমান।
ভেটেনারি সার্জারি সাকিবুল হাসানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদুল ইসলাম প্রমূখ।
এর আগে মেহেরপুর প্রাণিসম্পদ অফিস থেকে র্যালী বের করা হয়। র্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালী পরবর্তীতে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন মেহেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর রহমান।
এসময় বক্তারা বলেন, দুধ বা দুগ্ধজাত পণ্য সব বয়সী মানুষের জন্য স্বাস্থ্যকর হিসেবে স্বীকৃতি হওয়া সত্ত্বেও নিয়মিত দুধ পানে জনসাধারণের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। দুধে মানবদেহের জন্য প্রয়োজনীয় প্রচুর পরিমাণে শোষণযোগ্য ক্যালসিয়াম এবং আমিষ, শর্করা, ভিটামিন, খনিজ, চর্বি সহ অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে। বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ ২০২১ আয়োজন এর লক্ষ্য হচ্ছে দুধ ও দুগ্ধজাত পণ্য কে নিরাপদ পুষ্টির অন্যতম উৎস হিসেবে সকল মহলে জনপ্রিয় করা উৎপাদন বৃদ্ধিতে উৎসাহ প্রদান এবং ডেইরি শিল্পায়নকে সমৃদ্ধশালী করণ। দুধের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে চাহিদা পূরণ ও স্বয়ংসম্পূর্ণতা অর্জন, গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি এবং দৈনন্দিন খাদ্য তালিকায় দুধকে নিয়মিতকরণের লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তর ভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসময় মেহেরপুর জেলা প্রাণিসম্পদ অফিসের সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।