“তরুণদের সম্পৃক্ত করি উন্নত নগর গড়ি” আলোচনা সভা ও র্যালির মধ্যদিয়ে মেহেরপুরে বিশ্ব বসতি দিবস-২০২৪ উদযাপন আয়োজন করা হয়েছে।
আজ সোমবার (৭ অক্টোবর) সকাল ৯ টার সময় মেহেরপুর জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক সিফাত মেহনাজের নেতৃত্বে বিশ্ব বসতি দিবসের র্যালি শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় শেষ হয়।
বিশ্ব বসতি দিবসের র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ তানভীর হাসান রুমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম রফিকুল হাসান এসময় তিনি বলেন বসতি দিবসে তরুণদের সম্পৃক্ত করে উন্নত নগর গড়িয়ে তুলতে তরুণদের একএে হবার আশা প্রকাশ করেন।
এ ছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মূনীর, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্বাস উদ্দিন তাদের বক্তব্যে বলেন তরুণদের সম্পৃক্ত করি উন্নত নগর গড়িয়ে তরুণদের সম্পৃক্ত করে উন্নত মানের একটি দেশ গড়ার কথা বলেন।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রে গাজী মূয়ীদুর রহমান, টিটিসি’র অধ্যক্ষ আরিফ হাসেন তালুকদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ।