মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্দ্যেগে জাতীয় পর্যায়ে সম্মাণনা মেহেরপুরের সেই নারী বীর মুক্তিযোদ্ধা বেগম সালেহাকে বীর মুক্তিযোদ্ধা সম্মাননা – ২০২২ ভূষিত হয়েছেন।
মহিলা বীর মুক্তিযোদ্ধা সম্মাননা – ২০২২ অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রানালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এমপি।
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা বীর মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানেে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রানালয়ের সচিব ড. মোঃ আনোয়ার হোসেন হাওলাদার।
মঙ্গলবার সকালের দিকে ঢাকা ওসমানি স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা স্বারক ভার্চুয়ালী প্রদান করা হয়।
প্রধান অতিথির পক্ষে মেহেরপুর জেলায় নারী বীর মুক্তিযোদ্ধা বেগম সালেহাকে সম্মাননা প্রদান করেন মেহেরপুর জেলা প্রশাসক, ড. মোহাম্মদ মুনসুর আলম খান।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, প্রফেসর হাসানুজ্জান মালেক, সহকারী কমিশনার, মোহাম্মদ আসাদুজ্জামান নূর, বীর মুক্তিযোদ্ধা ক্যাপটেন (অবঃ) মোঃ আব্দুল মালেক, মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক (অঃ দাঃ), নিলা হাফিয়া প্রমুখ।
উল্লেখ্য, গত বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়া এলাকার প্রগতি ক্লিনিকের সামনে থেকে বীর মুক্তিযোদ্ধা বেগম সালেহার কাছ থেকে ১০ হাজার টাকা ছিনতাই করে পালানোর সময় কালু হোসেন নামের এক ছিনতাইকারীকে আটক করে মেহেরপুর বিশেষ শাখা পুলিশ।
মেহেরপুর প্রধান ডাকঘর থেকে সঞ্চয়ের টাকা সংগ্রহ করে বাড়িতে ফিরছিলেন। এ সময় কালু ও রুবেল নামের দুই ছিনতাইকারী তার হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। এদের মধ্যে কালুকে আটক করেছে। ছিনতাই হওয়া টাকা সহ অপর ছিনতাইকারী রুবেল এখনো পলাতক রয়েছে।