ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৩ ইং (১৫-১৮ জুন) পালন উপলক্ষে সাংবাদিকবৃন্দের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১২জুন) বেলা ১২ টার সময় জেলা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে এ ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত হয়।
মেডিক্যাল অফিসার ডা: কামরুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা সিভিল সার্জন ডা: জওয়াহেরুল আনাম ছিদ্দিকী।
এবছরে মেহেরপুর সদর উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে অস্থায়ী/স্হায়ী/অতিরিক্ত মিলিয়ে মোট কেন্দ্র সংখ্যা ১২১ টি, সকল কেন্দ্রে কাজ করবেন মোট ২৪২ জন কর্মী এবং ৬-১১ মাস ও ১২-৫৯ মাসের মোট ২০৩১৩ জন শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
গাংনী উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে অস্থায়ী/স্হায়ী/অতিরিক্ত মিলিয়ে মোট কেন্দ্র সংখ্যা ২১৭ টি, সকল কেন্দ্রে কাজ করবেন মোট ৪৩৪ জন কর্মী এবং ৬-১১ মাস ও ১২-৫৯ মাসের মোট ৩৪২৬৩ জন শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
মুজিবনগর উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে অস্থায়ী/স্হায়ী/অতিরিক্ত মিলিয়ে মোট কেন্দ্র সংখ্যা ৯৭ টি, সকল কেন্দ্রে কাজ করবেন মোট ১৯৪ জন কর্মী এবং ৬-১১ মাস ও ১২-৫৯ মাসের মোট ৯৬৪৯ জন শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
মেহেরপুর পৌরসভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে অস্থায়ী/স্হায়ী/অতিরিক্ত মিলিয়ে মোট কেন্দ্র সংখ্যা ৩৯ টি, সকল কেন্দ্রে কাজ করবেন মোট ৭৮ জন কর্মী এবং ৬-১১ মাস ও ১২-৫৯ মাসের মোট ৪৪৩২ জন শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
সবমিলিয়ে মেহেরপুর জেলায় এবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে অস্থায়ী/স্হায়ী/অতিরিক্ত মিলিয়ে মোট কেন্দ্র সংখ্যা ৪৭৪ টি, সকল কেন্দ্রে কাজ করবেন মোট ৯৪৮ জন কর্মী এবং ৬-১১ মাস ও ১২-৫৯ মাসের মোট ৬৮৬৫৭ জন শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।