বিপদে পাশে থাকুন বন্যার্ত মানুষের পাশে দাড়ান, এই স্লোগানকে সামনে রেখে আমদাহ ইউনিয়ন দলনেতা আরিফ হাসান রাজুর উদ্যোগে বন্যার্তদের তহবিল সংগ্রহ করা হয়েছে।
আজ শনিবার (২৪ আগষ্ট ) বিকালে মেহেরপুর সদর উপজেলার আমদাহ গ্রামে এই তহবিল সংগ্রহ করেন।
এসময় আমদাহ ইউনিয়ন দলনেতা আরিফ হাসান রাজু বলেন,দেশের ১০ জেলায় বন্যায় ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব জেলার অনেক মানুষ খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে ভীষণ কষ্টে দিন কাটাচ্ছেন। বন্যাদুর্গত এসব মানুষকে সহায়তা করার জন্য পথে পথে টাকা তুলছেন মেহেরপুরের আনসার সতস্যরা।
এসময় তিনি আরও বলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জনগণকে সতর্কতার সহিত নিরাপদ আশ্রয়ে চলে যেতে উদ্বুদ্ধ করছে। ভূমি বা পাহাড় ধসের হাত থেকে বাঁচতে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করছে। বন্যা প্লাবিত এলাকা থেকে মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিতে সহায়তা করছে। সবাইকে বন্যা মোকাবিলায় অকৃত্রিমভাবে কাজ করতে নির্দেশনা দেয়া হচ্ছে ।
এসময় অন্যদের ভিতরে উপস্থিত ছিলেন, ভিডিপির সদস্য, মুরাদ, আনোয়ার, রাফি, সুমন, আশরাফসহ মহাজনপুর ইউনিয়ন দলনেতা শেফাউল ইসলাম প্রমুখ।