মেহেরপুর শহরের বড়বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অভিযান চালিয়ে মেসার্স মেজবা স্টোর ও মেসার্স পংকজ স্টোরের কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে শহরের বড়বাজারে এ অভিযান পরিচালিত হয়। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারী ও খুচরা বিক্রয়কারী বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনের অভিযোগে মেসার্স মেজবা স্টোরের মালিক মো: মোহিনুজ্জামান মিতুলকে ৫,০০০ টাকা এবং মেসার্স পংকজ স্টোরের মালিক পংকজ কুমার দাসকে ২৫,০০০ টাকা মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
এ সময় তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় এবং পণ্য সম্পর্কিত যথাযথ তথ্য না থাকার কারণে এ জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া, প্রতিষ্ঠান দুটিকে দ্রুত ত্রুটিগুলো সংশোধন করে সঠিকভাবে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানকালে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, অবৈধ মজুদ না করা, সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
সার্বিক সহযোগিতায় করেন কৃষি বিপণন কর্মকর্তা ও নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: তারিকুল ইসলাম, মো: রিয়াজ মাহমুদ, শিক্ষার্থী প্রতিনিধি মো: তামিম ইসলাম, এবং জেলা পুলিশের একটি টিম।