মেহেরপুর কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ ও মানব উন্নয়ন কেন্দ্র মউকের যৌথ আয়োজনে ঝরে পড়ারোধ ও সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এক ওঠান বৈঠক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল দশটার দিকে সদর উপজেলার বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
গণসাক্ষরতা অভিযানের সহায়তায় এই উঠান বৈঠকের আয়োজন করে মানব উন্নয়ন কেন্দ্র (মউক)।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু লায়েছ লাভলু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মানব উন্নয়ন কেন্দ্র মউকের প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা, বিদ্যালয়ের এসএমসি সভাপতি মো: জহুরুল ইসলাম, এসএমসির সদস্য রাজু আহমেদ, এডুকেশন ওয়াস গ্রুপের সদস্য মোখলেছুর রহমান ও আশিক বিল্লাহ। অনুষ্ঠান টি পরিচালনা করেন মউকের সংগঠক সুমাইয়া আখতার।