মেহেরপুর সদর থানার মাদক মামলার আসামী ফাকের আলী ওরফে তানভীর হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার ১১ টার দিকে এস আই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে মেহেরপুর শহরের বেড়পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
তানভীর হোসেনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামাল রয়েছে। তানভীর হোসেন বেড়পাড়ার মৃত মোহাম্মদ আক্কাস আলীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত তানভীরকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আরও দুইটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
মেপ্র/এমএফআর