মাদকগ্রহন এবং হেফাজতে রাখার অভিযোগে তাজুল ইসলাম নামে একজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে মেহেরপুরের একটি আদালত।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ম কোর্টের ম্যাজিস্ট্রেট এস, এম, শরিয়ত উল্লাহ্ গত সোমবার দুপুরে এই রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, ইয়াবা রাখার অভিযোগে আসামি তাজুল ইসলাম ওরফে তাজুর বিরুদ্ধে ২০১৭ সালে মেহেরপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন, ১৯৯০ এর ১৯ ধারায় তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে আজ মামলাটি যুক্তিতর্ক শুনানি এবং রায় প্রচারের জন্য দিন ধার্য করা হয়।
আসামি এবং রষ্ট্র পক্ষের যুক্তিতর্ক শুনানি অন্তে আসামির বিরুদ্ধে আনিত অভিযগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি তাজুল ইসলাম ওরফে তাজুকে দোষী সাব্যস্তপূর্বক দুই বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আসামিকে কোর্ট থেকে জেল হাজতে প্রেরণ করা হয়।