মেহেরপুরে পৃথক অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার বিকালে গাংনী উপজেলার বামুন্দী ক্যাম্পপাড়া থেকে ২৭ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির ৪ হাজার ২শ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
এস আই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো বামন্দী পশ্চিমপাড়ার মৃত রবজেল হোসেন এর ছেলে জাকারিয়া আওয়াল (৫০) ও একই উপজেলার তেরাইল বাগানপাড়ার দলিল উদ্দিন এর ছেলে মিলন হোসেন (৩০)।
এর ভিতর জাকারিয়া আওয়াল ওরফে আব্দুল আওয়াল এলাকায় মাদক সম্রাট বলে পরিচিত। তার বিরুদ্ধে ৫টি মাদকের মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
অন্য দিকে একই উপজেলার কল্যানপুর এলাকা থেকে রাত ৮ টার দিকে অভিনব কৌশলে ফেন্সিডিল পাচার করার সময় ডিবির হাতে ধরা পড়ে কবিরুল ইসলাম (৪৭) নামের এক মাদক ব্যবসায়ী।
এসময় তার কাছ থেকে ১৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। কবিরুল ইসলাম বাওট গ্রামের কলিম উদ্দিন এর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাংনীতে অভিযান চালিয়ে এক মাদক সম্রাটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশের একটি চৌকশ দল।
তাদের বিরুদ্ধে গাংনী থানায় একটি করে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মেপ্র/এমএফআর